বিএনপির শক্তি হিসেবে কাজ করছে জঙ্গিরা : নৌমন্ত্রী

0
1925
Print Friendly, PDF & Email

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা বিএনপির শক্তি হিসেবে কাজ করছে।

আজ রোববার দুপুর ২টার দিকে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন নৌমন্ত্রী।

শাজাহান খান বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তাদের গ্রেপ্তার করছে বা তারা নিজেরাই আত্মঘাতী বোমায় নিহত হচ্ছে। এই লোকগুলোকে বিএনপি মাঠে নামিয়েছে। এখন তাদের আর রক্ষা করতে পারছে না। সেই কারণে বিএনপি বলছে, সরকার সব কিছু ধামাচাপা দিতেই জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছে। আর সরকার বলছে, জঙ্গিবাদ প্রতিহত করা হচ্ছে। এর দ্বারা বোঝা যায় যে, জঙ্গিবাদ বিএনপির শক্তি হিসেবে কাজ করছে।

মাদারীপুরের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে ‘মাদারীপুর ও রাজৈর’ উপজেলার মাস্টারপ্ল্যান প্রতিবেদন পেশ ও সরকারি দপ্তরগুলোতে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস রাসেন হোসেন, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, রাজৈর পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সী প্রমুখ।

শেয়ার করুন