আশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে

0
1852
Print Friendly, PDF & Email

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, আমরা নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। আশা করি, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সেনা মোতায়েনের বিষয়টি এখনো বলতে পারছি না। যদি দেখি সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব না, তখন সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনো সময় আসেনি।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রমুখ।

পরে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি বৃক্ষ রোপণ করেন এবং ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন।

রিবহন শুরু হয়। চলতি বছর ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের হজে যাওয়ার কথা। এর মধ্যে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৪২৭ জন হজযাত্রী সৌদি আরব গিয়ে পৌঁছেছেন।

শেয়ার করুন