ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের দুটি ঐতিহাসিক টেস্ট জয়

0
1870
Print Friendly, PDF & Email

ক্রীড়া ডেস্ক : টেস্টে ক্রিকেটের সবচেয়ে আদি-আভিজাত দুই দল তারা। সেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে দেশের মাটিতে পরপর দুই টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। যেটি দুই দলের বিপক্ষেই বাংলাদেশের প্রথম টেস্ট জয়, ঐতিহাসিক জয়।

দুটি জয়ই আবার প্রায় একইরকম, দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে। গত বছরের অক্টোবরে মিরপুরে ২৭৩ রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এরপরই ভোজবাজির মতো পাল্টে যায় সবকিছু। এক সেশনে ১০ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ১৬৪ রানে গুটিয়ে দিয়ে অসাধারণ জয় তুলে নেয় বাংলাদেশ।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে ২৬৫ রানের লক্ষ্য দিয়ে অবশ্য ২৮ রানেই ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপরই ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ম্যাচটা নিজেদের করে নিচ্ছিলেন। তৃতীয় দিনের ৮১ রানের জুটিটা চতুর্থ দিনে আরো বড় করে বাংলাদেশকে প্রায় ছিটকেই ফেলেছিলেন দুজন।

উপমহাদেশে ওয়ার্নারের প্রথম সেঞ্চুরিতে একটা সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৮। তখন জয় থেকে ১০৭ রান দূরে অস্ট্রেলিয়া, হাতে আট-আটটি উইকেট। এরপরই বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু। প্রথম ঘণ্টার শেষ দিকে সাকিব ওয়ার্নারকে ফিরিয়ে শুধু ১৩০ রানের জুটিই ভাঙেননি, জয়ের দ্বার উন্মোচন করে দিয়েছেন।

লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার আরো ৪ উইকেট তুলে নিয়ে জয়ের পথে এগিয়ে গেছে বাংলাদেশ। লাঞ্চের পর প্রথম বলেই অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়ে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেছেন সাকিব। বাংলাদেশ তখন জয় থেকে ২ উইকেট দূরে। নাথান লায়নকে ফিরিয়ে দলকে জয়ের আরো কাছে পৌঁছে দিয়েছেন মিরাজ।

পরে সেই মিরাজের ওভারেই প্যাট কামিন্সের দুই ছক্কায় জেগেছিল শঙ্কা। তবে জশ হ্যাজেলউডকে শেষ ব্যাটসম্যান হিসেবে এলবিডব্লিউ করে সব শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাইজুল। ২০ রানের জয়ে সাকিব-মুশফিকরা রচনা করেছেন নতুন ইতিহাস, আনন্দে ভাসিয়েছেন গোটা বাংলাদেশকে।

গত বছর ইংল্যান্ড-বধের পর এবার অস্ট্রেলিয়া-বধ। বাংলাদেশ কিন্তু তাদের আগের টেস্টও জিতেছে, শ্রীলঙ্কা সফরে নিজেদের শততম টেস্টে। এক বছরের মধ্যে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় সত্যিই বিশেষ কিছু!

 

শেয়ার করুন