ডেস্ক নিউজ : আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যানজট নিরসনে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১২শ’ পুলিশ সদস্য সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করবে।
শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে কালিয়াকৈরের চন্দ্রায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঈদকে সামনে রেখে গাজীপুরের কোনো পুলিশ সদস্যের ছুটি হবে না। আমাদের প্রত্যেক পুলিশ সদস্য ঈদের দিন পর্যন্ত রাস্তায় থেকে ঈদে ঘরমুখো সাধারণ মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন করার পর আমরা ঈদ করব। আমাদের কোনো পুলিশ সদস্যের ছুটি হয়নি এবং ছুটি দিবও না।
তিনি আরো বলেন, জয়দেবপুর চৌরাস্তা, চন্দ্রা ত্রিমোড়ে স্থাপন করা হবে পুলিশ কন্ট্রোল রুম। এ ছাড়া রাস্তায় ৪০/ ৫০টি মোবাইল টিম থাকবে, থাকবে চেকপোস্ট, ওয়াচ টাওয়ার।
তিনি জানান, আগে গাজীপুরের কয়েকটি স্থানে গরুর হাট রাস্তায় ছিল। এবার রাস্তায় হাট বসার অনুমতি দেওয়া হয়নি। গরুর হাট যাতে রাস্তায় না বসে, রাস্তায় না ওঠতে পারে এবং যান চলাচলে বাধার সৃষ্টি করতে না পারে সে কারণে গরুর হাটগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া গরুর হাটের ইজারাদারদের নিরাপত্তা, তাদের টাকা-পয়সা আনা নেওয়াসহ সবকিছুতেই পুলিশ তাদের সহযোগিতা করবে। শুধু তাই নয় গরুর হাটে শৃঙ্খলার পাশাপাশি মলমপার্টির উৎপাত, জাল টাকা প্রতিরোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।