গাজীপুর প্রতিনিধি : ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা। তাই টুং টাং শব্দে সরগম গাজীপুরের বিভিন্ন কামার পল্লি। নাওয়া-খাওয়া ভুলে কাজ করছেন কামাররা।
কয়েকটি উপজেলার কামার পল্লি সরেজমিন ঘুরে দেখা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা। কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন তারা। সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানির ঈদের এ সময়টা বরাবরই ব্যস্ত থাকতে হয় তাদের। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন তাদের দোকানে।
প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষে দা, ছুরি, চাপাতির চাহিদা বেড়ে যায়। কালীগঞ্জ বাজরের কামার সুরেশ ও আনন্দ জানান, সারা বছর কাজ কম থাকে। কোরবানি এলে কাজ বেড়ে যায়। ছুরি শান দেওয়ার জন্য ৫০ টাকা থেকে শুরু করে কাজের গুণাগুণের উপর ভিত্তি করে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। দা বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, হাসুয়া ২০০ টাকা, ছোট ছুরি ৮০ টাকা, বটি ২৫০ টাকা, চাপাতি ২৫০-৩০০ টাকা করে।
কালীগঞ্জ বাজারের খেয়াঘাট এলাকার দোকানি বক্তারপুর গ্রামের মানিক বলেন, তার দোকানে চাপাতি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৩ হাজার টাকায়। তবে ঈদ ছাড়া অন্য সময় কিছুটা কম দামে বিক্রি হয়।