কালিয়াকৈরে অগ্নিকান্ডে ৮ ঘর পুড়ে ছাই

0
1701
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে।  অগ্নিকান্ডে ৮টি ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়েছে বলে বাড়ীর মালিক জানিয়েছেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়,  বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিনহাটি এলাকার ফারজানা ভিলা নামের  কলোনিতে প্রথমে  রান্না ঘরের থাকা গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে অগ্নিকান্ড আশপাশের অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পওে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এর দুটি ইউনিট ঘটনাস্থলে  গিযে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, অগ্নিকান্ডের ঘটনায় ওই বাড়ির ৮টি কক্ষ ও কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

পরে ওই দিন সন্ধ্যায় হরিণহাটি দোকান ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে ১হাজার করে টাকা অনুদান দেওয়া হয়।

শেয়ার করুন