কালিয়াকৈরে আগুনে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ত্রান ও নগদ অর্থ বিতরণ

0
1790
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ড হরিনহাটি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে ত্রানসামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শুক্রবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের হরিণহাটি কাঁচা বাজার এলাকায় উক্ত ওয়ার্ডের কাউন্সিলর মো. সামছুল আলম সরকার এর স্ত্রী মোসা. হাজেরা আক্তার মিতুর ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
এসময় ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের ২৩জন সদস্যের প্রত্যেককে পাঁচ কেজি চাউল, একটি লুঙ্গি, একটি শাড়ি, একটি প্লেট ও একটি গ্লাস বিতরণ করা হয়।
পরে হরিণহাটি দোকান ব্যবসায়ীদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মো. তাজউদ্দিন খান, কাউন্সিলর সামছুল আলম সরকার, মো. শহিদুল ইসলাম, হাজী জাহাঙ্গীর আলম, ওয়াজ উদ্দিন, মজিবুর রহমান, বায়েজিদ মন্ডল, ফরিদ হোসেন, কবির হোসেন, আলমগীর হোসেন, রিয়াজুল ইসলাম, সোহেল সরকার, জয়নুল আবেদিন, সায়লা আক্তার সাথী ও বৃষ্টি সরকার প্রমূখ।

শেয়ার করুন