কালিয়াকৈরে নারীর ব্লেডের আঘাতে নারীর আহত ঘটনায় একজন শ্রীঘরে

0
1615
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় গত বুধবার বিকেলে সতীন আলপনা আক্তার আখির (২২) ধারালো ব্লেডের আঘাতে অপর সতীন সীমা আক্তার (২৮) আহত হয়েছে।

এ ঘটনায় সীমার ভাই নাদিম বাদী হয়ে বুধবার রাতে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ওই দিন রাতেই পুলিশ আখি আক্তারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আখি আক্তার জামালপুর জেলার সদর থানার লক্ষিচর এলাকার আলাউদ্দিনের মেয়ে। সীমা আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার সাধুয়া এলাকার পারভেজ এর স্ত্রী।

মামলার অভিযোগে জানা যায়, সীমার স্বামী পারভেজ সীমা আক্তারকে নিয়ে হিজলহাটি গ্রামে হাবিবুর রহমানের বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরী করে আসছে। চাকুরীর সুবাদে পারভেজের সাথে আখি আক্তারের পরিচয় হয়। গত বুধবার আখি পারভেজের ভাড়া বাড়ীতে গিয়ে স্ত্রী দাবী করে পারভেজের ঘরে ডুকে পারভেজের স্ত্রী সীমা আক্তারের সাথে ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে আখি সীমাকে টেনে বাথরুমে নিয়ে গিযে ধারালো ব্লেড দিয়ে আঘাত করে। তার ডাকচিৎকার আশেপাশের লোকজন এগিয়ে এসে সীমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অপর দিকে স্থানীয়রা আখিকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে মামলার প্রেক্ষিতে আখিকে গ্রেফতার করে গাজীপুর জেলহাজতে প্রেরন করে পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম জানান, এ ঘটনায় আখি আক্তারকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন