কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
1860
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ এলাকায় রোববার সকালে পানিতে ডুবে সাকিবুল হাসান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সাকিবুল হাসান উপজেলার ভাউমান টালাবহ গ্রামের কৃষক শওকত হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভাউমান টালাবহ গ্রামের কৃষক শওকত হোসেনের শিশু সন্তান সাকিবুল হাসান ওই দিন সকালে বাড়ির ঘাটে বাঁধা নৌকায় খেলা করছিল। বাড়ির মানুষের অগোচরে হটাৎ সে নৌকা থেকে পা ফসকে গভীর পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর নৌকার নিচ থেকে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে। পরে নিহতের জানাযা শেষে উপজেলার ভাউমান টালাবহ গ্রামের পারিবরিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য এই নিয়ে গত ৭ দিনে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে ৪জন শিশুর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন