কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ পালন এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে এক আলোচনা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় উদযাপন কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উদযাপন কমিটির আহবায়ক মো. আইয়ুব মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, আওয়ামীলীগ নেতা- সেলিম আজাদ, সিকদার জহিরুল ইসলাম জয়, সিকদার মোশারফ হোসেন, আকবর আলী, সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সুমন রানা,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. খলিল দেওয়ান, এমদাদ মন্ডল, আতিকুর রহমান আতিক, আব্দুর রাজ্জাক দেওয়ান, আ: বারেক, শরীফ মন্ডল, মজিবুর রহমান ইয়াছিন, আনোয়ার মন্ডল, নিরবসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।