গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান ৫৪ নারী-পুরুষ গ্রেপ্তার

0
1780
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগরের বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

সোমবার ভোর থেকে মহানগরের কোনাবাড়ি, ভোগড়া এবং হোতাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মমিনুল ইসলাম জানান, মহানগরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে জেলা পুলিশের সদস্যরা মহানগরের কোনাবাড়ি, ভোগড়া ও হোতাপাড়া এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

এ সময় আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ডে জড়িত ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩১ জন নারী ও ২৩ জন পুরুষ। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন