মোশারফ হোসাইন তযু, নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় আমিনুল ইসলাম নামে সাংবাদিক পরিচয়ধারী এক মাদক ব্যবসায়ীকে ২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার বিকেলে পৌর শহরের শ্রীপুর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম উপজেলার দক্ষিণ শৈলাট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ গাজীপুর প্রতিদিনকে জানান, উপজেলার চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহতল্লাশী করে ২৪ পিস ইয়াবা উদ্ধা করা হয়।
পুলিশ জানায়, তার কাছ থেকে দৈনিক গণমাধ্যম, দৈনিক মুক্তালোক ও এটিভি নিউজ নামে তিনটি পত্রিকার কার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতার হওয়া আমিনুল পুলিশকে জানিয়েছে স্থানীয় দালালদের মাধ্যমে ১১ হাজার টাকার বিনিময়ে ওই তিনটি পত্রিকার কার্ড সে সংগ্রহ করেছে।
এছাড়া গ্রেফতারকৃত আমিনুল শৈলাট এলাকায় নিজেকে সাংবাদি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা ও চাঁদাবাজি করে আসছিল বলেও জানান এলাকার লোকজন।