গাজীপুরে গাড়ি চাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

0
1410
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় রবিউল ইসলাম (২৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ থানার রহিমপুর এলাকায় আবুল হোসেনের ছেলে এবং গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় ভাড়া থেকে স্থানিয় একটি সোয়েটার কারখানায় চাকরি করতেন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিনয় কুমার জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ির নিচে চাপা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন