গাজীপুরে নিখোঁজ এক কিশোরের ঘাড়কাটা মরদেহ উদ্ধার

0
1696
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের নলজানি এলাকার একটি পুকুর পাড় থেকে নিখোঁজ এক কিশোরের ঘাড়কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জনি (১৭)। সে স্থানীয় বারিয়ালী গ্রামের জাকির হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিন মিয়া পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, গত বুধবার বিকালে বাড়ি থেকে বের হয় জনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে নলজানি এলাকায় স্থানীয়রা তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ধারালো কোন অস্ত্র দিয়ে ঘাড় কেটে জনিকে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন