কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের পাইনশাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- পাইনশাইল এলাকার মনির হোসেন ওরফে পনিরের ছেলে মো. হোসেন আলী (৬) এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে মো. সোয়ান (৬)। তারা পাইনশাইল প্রি-ক্যাডেট মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র।
ভাওয়াল মির্জাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণি মিয়া জানান, ওই দুই শিশু দুপুর ১২টার দিকে বাড়ির পাশে ডোবার কাছে বসে খেলাছিল। দীর্ঘ সময় তারা বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ওই ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।