গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ আটক-৫

0
1827
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পৌর এলাকার তুমলিয়া গ্রাম থেকে উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদকসহ ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই গ্রামের একটি মুদি দোকানের জুয়া ও মাদকের আসর থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ খান ববির ছোট ভাই ও তুমলিয়া গ্রামের রফিক খানের ছেলে উপজেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক আরিফ খান (৩২), একই গ্রামের বোরহান শেখের ছেলে আরিফ শেখ (২৮), শামসুল হকের ছেলে সৌরভ মিয়া (৪০), ইদ্রিস আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী মাসুম মিয়া (২৬), রহিম মিয়ার ছেলে আমজাদ হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তুমলিয়া গ্রামের আমজাদের মুদি দোকান থেকে তাদের জুয়া খেলা ও ইয়াবা সেবন করার সময় ডিবি পুলিশ আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করে বলেও সূত্র জানায়।

গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে তুমিলয়া গ্রামের একটি মুদি দোকান থেকে জুয়া খেলা ও ইয়াবা সেবন করা অবস্থায় ৫ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন