গাজীপুর বিআরটিএ কার্যালয়ে চুরি!

0
2824
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে পঞ্চম বারের মতো চুরির ঘটনা ঘটেছে।
গাজীপুর বিআরটিএ অফিসের সহকারী পরিচালক আশরাফ সিদ্দিকী জানান, নগরীর ভাওয়াল রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বপাশে দোতলা ভবনে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত নভেম্বর থেকে এ পর্যন্ত বিআরটিএ কার্যালয়ে পঞ্চম বারের মতো চুরির ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
আশরাফ বলেন, বৃহস্পতিবার সকালে অফিসের সহকারী কার্যালয়ে ঢুকতে গিয়ে কলাপসিবল গেটের ও দরজার তালা ভাঙ্গা দেখেন।
পরে ভিতরে ঢুকে দুইটি কম্পিউটার, একটি ওয়েব ক্যামেরা ও কিছু মুল্যবান মালামাল লুট হয়ে গেছে দেখতে পান বলে জানান আশরাফ।
আশরাফ আরো বলেন, বিআরটিএ কার্যালয় ভবনের দোতালার দক্ষিণ পাশে জেলা নির্বাচন অফিস, উত্তরে জেলা খাদ্য কর্মকর্তাসহ কয়েকজন সরকারী কর্মকর্তার কার্যালয় রয়েছে। নীচতলায় একপাশে পুলিশ ফাঁড়ি ও গারদখানা রয়েছে। ফাঁড়িতে ও গারদখানায় সব সময় পুলিশ থাকে।
বার বার চুরির ঘটনার কারণে কার্যালয়ে কলাপসিবল গেট, বারান্দায় গ্রিল লাগানো হয়েছে। গেট ও দরজার মিলিয়ে পাঁচটি তালা ভেঙ্গে এরকম সুরক্ষিত এলাকায় অবস্থিত একটি অফিসে চুরি ঘটনা ঘটল। ঘটনায় জয়দেবপুর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন