গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু

0
2068
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গোসল করতে নেমে খালের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, আপন দুই বোন সালমা খাতুন (৫) ও লাবনী খাতুন (৪) অপর জন খালাতো বোন মরিয়ম খাতুন (৮)।

চরসাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমারখালী উপজেলার সুলতানপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার স্ত্রী সীমা খাতুন তিন ছেলে মেয়েকে নিয়ে বৃহস্পতিবার চরসাদিপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে শ্বশুর ইউনুস শেখের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার তার ছোট শ্যালক আলামিন চাকরির উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল। এ জন্য শ্যালককে বিদায় জানাতে সাইদুল ইসলাম শ্বশুর বাড়িতে আসেন। পরে শুক্রবার দুপুর ১২টার দিকে খালাতো বোন মরিয়মের সঙ্গে সালমা ও লাবনী বাড়ির পাশে পদ্মা নদীর প্রবাহিত খালে গোসল করতে যায়।

এ সময় তিন বোন খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে যায়। পরে মরিয়মের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে খবর দেয়। পরে বাড়ির লোকজনসহ স্থানীয়রা জাল ফেলে প্রায় দেড় ঘণ্টা পর তিন বোনের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

শেয়ার করুন