দুর্নীতির দায়ে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারীর কারাদণ্ড

0
1473
Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জি ইয়ংকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত। ছয় মাসের শুনানি শেষে সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক কোর্ট শুক্রবার এই রায় দিয়েছে।

রায়ে বলা হয়েছে, স্যামসাং ইলেক্ট্রনিক্সের ভাইস প্রেসিডেন্ট লি জি ইয়ং রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বন্ধু চোই সুন সিল পরিচালিত কয়েকটি দাতব্য সংস্থায় ঘুষ হিসেবে ৩৬ মিলিয়ন মার্কিন ডলার দিয়েছিলেন। এর পর থেকে ৪৯ বছরের লি বরাবরই ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন। যার প্রেক্ষিতেই এ রায় দেওয়া হয়েছে।

জানা যায়, ১৭ ফেব্রুয়ারি গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে আছেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন লি’র আইনজীবী।

চোই সুন সিলকে ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে গত বছর। অভিশংসনের পর গত মার্চ মাসে তাকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়।

শেয়ার করুন