নেপালের কাছে হেরে বাংলাদেশের বিদায়

0
1866
Print Friendly, PDF & Email

ক্রিড়া ডেস্ক : নেপালের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশকে ৪-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েছিল বাংলাদেশ।

ডিফেন্ডারদের চরম ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না গত আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের। ৫ মিনিটে গোল করে এগিয়ে যায় নেপাল। ৩০ মিনিটে ব্যবধান ২-০ করে স্বাগতিকরা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও উল্টো ৬৪ মিনিটে আরও পিছিয়ে পড়ে লাল-সবুজ জার্সিধারী কিশোররা।

৭২ ও ৭৩ মিনিটে দুটি গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা তৈরি করেছিলেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা ফাহিমের ওই দুই গোলের পর বাংলাদেশ আর নেপালের জাল খুুঁজে পায়নি। বরং অতিরিক্ত সময়ের শেষ মিনিটে চতুর্থ গোল করে জয়ের ব্যবধান বড় করে নেপাল।

দুই বছর আগে সিলেটে অনুষ্ঠিত আগের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারিয়ে। সিনিয়রদের ব্যর্থতার মাঝে বাফুফে এই কিশোরদের দিকে তাকিয়েছিল। কিন্তু ফাইনালেই ওঠা হলো না চ্যাম্পিয়নদের।

শেয়ার করুন