ডেস্ক নিউজ : জেলার মধুখালীর মধুপুর গ্রাম থেকে ইয়াবা, যৌন উত্তেজক বড়ি, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করেছে র্যাব-৮ এর একটি দল।
শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মো. রইচউদ্দিন জানান, গোপন খবরে মধুপুর গ্রামের সামাদ খানের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে ঘরের ভেতরের একটি লকার থেকে তিন হাজার একশ’পঞ্চাশ পিস ইয়াবা, বিদেশি মদ ও যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৭৭ হাজার টাকাসহ মো. সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।