কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : বরগুনা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে স্বামীকে আটকে রেখে গুধর্ষণের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার থানার সামনে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিয়াকৈর উপজেলা উদ্যোগে মানববন্ধন করেছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক খলিলুর রহমান,আবু সায়েম, আনোয়ার হোসেন, ফিরোজ হোসেন, আহসান প্রমুখ।
উপজেলার বিভিন্ন এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। পরে মানববন্ধনে ধর্ষণকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করা হয়।