ক্রীড়া ডেস্ক : ২০১৬ সালে বিসিবি দুই বছরের জন্য হোম সিরিজের স্বত্ব বিক্রি করে। ২০১৮ সালের জুলাই পর্যন্ত দেশের মাটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সিরিজের সবগুলো সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব কিনে নেয় ডাচ বাংলা ব্যাংক।
এবারের অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষ এ ব্যাংকটি। তাদের মোবাইল ব্যাংঙ্কিং সেবা ‘রকেট’-এর নামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলায় আনুষ্ঠানিকভাবে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। সিরিজের নামকরণ করা হয়েছে,‘রকেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ২০১৭’।
ডাচ বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরেই ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সিরিজের স্পন্সর ছিল ব্যাংকটি। মিরপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর আবুল কাশেম মো: শিরিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং সিরিজের টাইটেল ও গ্রাউন্ড স্পন্সরশিপ রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামের কর্মকর্তা সানাউল আরেফিন।
দুটি টেস্ট খেলতে আগামীকাল বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া সিরিজ দল। ঢাকায় ২৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।