ক্রীড়া ডেস্ক : ১১ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বহনকারী বিমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক ম্যানেজার মো. সজীব।
এই সফরে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে। যার শুরুটা হবে ঢাকা টেস্ট দিয়ে। আর সফর শেষ হবে চট্টগ্রাম টেস্টের মধ্য দিয়ে। ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে ২২ ও ২৩ আগস্ট একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল।
এই সিরিজকে সামনে রেখে আগামীকাল শনিবার দুপুরে বাংলাদেশ দল ঘোষণা করবে বিসিবি।
সবশেষ ২০০৬ সালে বাংলাদেশে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া দল। সেবার রিকি পন্টিংয়ের নেতৃত্বে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া।