ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গা, নিহত ৩৭

0
2148
Print Friendly, PDF & Email

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন কমপক্ষে ৩৭ জন।

দেশটির আমাজোনাস রাজ্যের রাজধানী পুয়ের্তো আয়াকুচোর কারাগারে স্থানীয় সময় বুধবার এ দাঙ্গা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীকে পাঠানো হয়।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে কারাগারে গোলাগুলির শব্দ হয়েছে। আমাজোনাস রাজ্যের গভর্নর লিবোরিও গাউরুলা এ ঘটনাকে ‘জঘন্য হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া দেশটির সরকারি কৌঁসুলিরা বলেছেন, কারাগারে দাঙ্গার সময় ১৪ জন কারাকর্মকর্তা আহত হয়েছেন।

‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ এবং ‘দি ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি’ নামের এই দুটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, দাঙ্গায় যারা নিহত হয়েছেন, তাদের সবাই কারাবন্দি। দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিলেন।

ভেনেজুয়েলার অনেক কারাগারে নিরাপত্তার অভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় কারাকর্মকর্তার সংখ্যা অনেক ক্ষেত্রেই কম। যে কারণে কারাবন্দিদের গ্যাং এসব কারাগারে আধিপত্য বিস্তার করে।

তবে ভেনেজুয়েলার সম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি। সাংবিধানিক পরিষদ গঠনের নির্বাচন ঘিরে দেশটিতে রাজনৈতিক সহিংসতায় ১২ জন নিহত হন। এ নির্বাচনকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা বলে দাবি করেছে বিরোধী গণতান্ত্রিক দলগুলো।

শেয়ার করুন