ডেস্ক নিউজ : চট্টগ্রাম শহরের মহসিন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।
রোববার দুপুরে ছাত্রলীগের প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত গ্রুপের সঙ্গে বর্তমান মেয়র আ জ ম নাছির সমর্থিত গ্রুপের সংঘর্ষ হয়।
আহতরা হলো এম ইউ সোহেল (২৩), আনোয়ারুল আজিম শাহিন (২৪) ও আদনান বাপ্পি। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হুদা সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর উভয়পক্ষ পালিয়ে যায়। পরে সংঘর্ষে আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, মহসিন কলেজে সংঘর্ষে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে শাহিন নামের একজনের আঘাত গুরুতর।