রেজাউল সরকার (আঁধার), গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় গাড়ী চাপায় অজ্ঞাত (৪৫) এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৬ টার দিকে মাওনা উড়াল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মাওনায় শ্রীপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের ধারণা নিহত ওই ব্যাক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দুর্ঘটনায় তার দু’পা থেঁতলে যায় এবং র্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে লঙ্গি এবং হাপ শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো এক গাড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে ।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।