সদস্যপদ বাতিল প্রশঙ্গে আবারো অশান্ত চলচ্চিত্র পরিবার

0
1970
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক : গঠনতন্ত্রবিরোধী কাজ করার অভিযোগে তাঁদের সদস্যপদ কেন বাতিল করা হবে না- এই মর্মে চিঠি দেওয়া হবে দেশের নয় অভিনয় শিল্পীকে। যাদের মধ্যে রয়েছেন, খ্যাতিমান পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী, অভিনেতা ওমর সানী, জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, জনপ্রিয় অভিনেত্রী ববি, সাদেক বাচ্চু, শিবা সানু, কাবিলা ও কালা আজিজ।

এ বিষয়টি নিশ্চিত করছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেতা জায়েদ খান।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সমিতির নির্বাচিত দুজন সদস্যকে তাঁদের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন কোষাধ্যক্ষ কমল এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন। তাঁদের দুজনের সদস্যপদও কেন বাতিল করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া ফাইট ডিরেক্টর ও শিল্পী সমিতির সদস্য দেলোয়ার হোসেন চুন্নুর সদস্যপদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সমস্যা মিটমাট না হওয়া পর্যন্ত অধিভুক্ত কোনো সংগঠনের সদস্য শাকিবের সঙ্গে কাজ করতে পারবেন না, এমন একটি সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে শিল্পী সমিতি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে মৌসুমীর জায়গায় নিপুণকে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। মাস খানেক আগে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে সমিতি বরাবর অব্যাহতি চেয়ে আবেদন করেন মৌসুমী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মৌসুমীকে অব্যাহতি দেওয়া হলো।

শেয়ার করুন