ক্রীড়া ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। তবে কাজটি সহজ হবে না বাংলাদেশের কিশোরদের জন্য।
ঘরের মাঠে নেপাল ফুটবল দল বরাবরই শক্তিশালী। নেপালে ফুটবল একাডেমি থাকায় বয়সভিত্তিক দলগুলোও বেশ শক্তিশালী। অবশ্য গ্রুপপর্বে নেপাল দুটি ম্যাচের একটিতে জিতেছে হেরেছে অপরাটিতে। অন্যদিকে বাংলাদেশ গ্রুপপর্বের দুটি ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে। গ্রুপপর্বে নেপাল প্রতিপক্ষের জালে বাংলাদেশের সমান গোল (৭) করলেও একটি গোল হজম করেছে। সেক্ষেত্রে বাংলাদেশের জাল এখনো অক্ষত।
তাছাড়া সেমিফাইনালে মাঠে নামার আগে নেপালের চেয়ে একটা দিন বেশি পেয়েছে বাংলাদেশের কিশোররা। সব মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি বেশ ভালো। তাই ফাইনালে যেতে আশাবাদী বাংলাদেশের কিশোররা।
দিনের অপর সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হবে ভারত। শক্তিমত্তায় ভুটানের চেয়ে ভারত এগিয়ে। বাংলাদেশ যদি ফাইনালে ওঠে তাহলে আরো একবার ভারতকে পেতে পারে। গেল আসরে ভারতকে হারিয়ে সিলেটে শিরোপা জিতেছিল বাংলাদেশের কিশোররা। তখন অবশ্য এই টুর্নামেন্ট ছিল সাফ অনূর্ধ্ব-১৬। এবার সেটা হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ নামে।