অবৈধ কার্যক্রম : বিকাশের ২৮৮৭ এজেন্ট স্থগিত

0
2403
Print Friendly, PDF & Email

ডেস্ক নিউজ : অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন, চাঁদাবাজি আর প্রতারণার অবৈধ লেনদেনের সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ’। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বারবার লঙ্ঘন করছে প্রতিষ্ঠানটি। ফলে বিকাশের অবৈধ দুই হাজার ৮৮৭টি এজেন্টের লেনদেন স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিধান এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নির্দেশনা লঙ্ঘন করায় বিকাশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এজেন্টের লেনদেন স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন