এইচটিসি কিনছে গুগল

0
1859
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি : তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি দীর্ঘদিন ধরে লোকসানে চলছে। এমন পরিস্থিতিতে মন্দায় থাকা এইচটিসি-কে কিনতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট গুগল। খবর ইকোনমিক টাইমস।

গুগলের এইচটিসি’র স্মার্টফোন ব্যবসা কিনে নেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। তবে, এ ক্ষেত্রে এইচটিসি’র মূল্য কত হবে তা নিয়ে কিছু বলা হয়নি।

অনেকদিন ধরে স্মার্টফোন ব্যবসায় লোকসান গুণছে এইচটিসি। তাই এখন বাধ্য হয়ে আংশিক বা পুরো বিক্রি করে দেয়ার উপায় খুঁজছে প্রতিষ্ঠানটি।

গত পাঁচ বছরে ৭৫ শতাংশ বাজারমূল্য হারিয়ে বর্তমানে এইচটিসি’র বাজারমূল্য দাঁড়িয়েছে ১৭৮ কোটি ডলার। গুগল এইচটিসি অধিগ্রহণ করলে মোবাইল ডিভাইস হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণ সহজ হবে।

উল্লেখ্য, ২০১১ সালে গুগল মটোরলা কিনে নিয়েছিলো। কিন্তু তাতে খুব একটা লাভজনক ব্যবসা করতে পারেনি। ফলে পরবর্তীতে তা বিক্রিও করে দিতে হয় গুগলকে।

শেয়ার করুন