কালিয়াকৈরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পূজা মন্ডপ পরিদর্শন

0
3829
Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হিন্দু র্ধমাম্বলীদের মহা সপ্তমি উৎসব শারদীয় দূর্গা পূজা মন্ডপ বুধবার দিন ব্যাপি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ প্রশাসের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজিত কুমার সাহা, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সেলিম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, মোতালেব ভান্ডারী, ফরিদুল ইসলাম, রুবেল সরকার, নাইম খান, সামছুউদ্দিন প্রমুখ নেতাকর্মীরা সফিপুর, বলিয়াদি, চাপাইর, বোয়ালী ও ফুলবাড়িয়া এলাকার প্রায় অর্ধশতাধিক দূর্গা পূজা মন্ডব পরিদর্শন করেন।

এসময় নেতাকর্মীরা পূঁজা পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন