কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রেল ওভারব্রিজএলাকায় রোববার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত গাড়িচাঁপায় অজ্ঞাত পরিচয় (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরনে হাফহাতা হলুদ রংয়ের শার্ট এবং থ্রিকোয়াটার জিন্স প্যান্ট রয়েছে।
কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার সার্জেন রাকিব হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮ টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর রেলওভার ব্রিজ এলাকায় অজ্ঞাত একটি গাড়িচাঁপায় অজ্ঞাত নামা ওই কিশোরের মৃত্যু হয়।
খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়। পরে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।