কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ মিলণায়তনে গ্রাম আদালতে বিচার প্রক্রিয়ায় নারী অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা মঙ্গলবার অুনষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর আওতায় এ কর্মশালা অুনষ্ঠিত হয়।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন সার্বিক সহায়তায় কালিয়াকৈর উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর কালিয়াকৈর উপজেলা সমন্নয়ক মোঃ জাহাঙ্গীর আলম পলাশের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নারী উন্নয়ন ফোরাম কালিয়াকৈর উপজেলা শাখার সভানেত্রী ও কালিয়াকৈর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, নারী উন্নয়ন ফোরাম কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মরিয়ম বেগম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন এর ইউনিয়ন সমন্নয়ক গৌতম চন্দ্র দাস, শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলার নারী উন্নয়ন ফোরামের সদস্যগন ও ৬টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় গ্রাম আদালতে নারীদের অংশগ্রহনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।