বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার দুইটি ইউপি ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। উপজেলার আটাবহ ও মধ্যপাড়া ইউনিয়নের ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে উপজেলা ছাত্রলীগের বর্ধিত এক সভায় এ দুইটি কমিটি গঠন করা হয়।
আটাবহ ইউনিয়নের ছাত্রলীগের লিয়াম মাহমুদকে সভাপতি রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক ও পাভেল মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট্য এবং মধ্যপাড়া ইউপি ছাত্রলীগের কর্মী খোকন তালুকদারকে সভাপতি মোঃ ফরিদ হোসেনকে সাধারণ সম্পাদক, জসিম উদ্দিন টিটুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ।
আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পারভেজ, লিয়াম মাহমুদ, খোকন তালুকদার, জসিম উদ্দিন টিটু প্রমুখ।