কালিয়াকৈরে পরকিয়ার ঘটনায় শিশু হত্যা, আটক ৩

0
1679
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে বাবার পরকিয়ার ঘটনাকে কেন্দ্র করে ৬ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু আল-আমীন (০৬) উপজেলার তেলিরচালা এলাকার জুয়েল হোসেনের ছেলে।

কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম এব্যাপারে জানান, ওই এলাকার জয়নালের বোন নিশিতার সাথে নিহতের বাবা জুয়েল হোসেনের দুই বছর যাবৎ পরকিয়ার ঘটনা ঘটে। বিয়ের প্রলোভনে বহুবার তার দৈহিক সম্পর্ক করে। একপর্যায়ে নিশিতাকে আর বিয়ের করেনি। যার ফলে জয়নালের পরিবারের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়। এঘটনাকে কেন্দ্র করে আটককৃত জয়নাল গত মঙ্গলবার (১২সেপ্টেম্বর) দুপুরে শিশু আল-আমীনকে পাশের নির্জন স্থানে ডেকে নিয়ে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আবর্জনার ড্রেনের মধ্যে ফেলে রাখে।

তিনি আরো জানান, এব্যাপারে নিহতের বাবা কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ জয়নালকে আটক করে। তার দেওয়া স্বীকারুক্তি অনুযায়ী পুলিশ তার বোন ও মাকে আটক করে এবং বৃহস্পতিবার ভোরে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন