কালীগঞ্জের ইয়াবা ব্যবসায়ী মাসুম গ্রেপ্তার

0
1822
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : জেলার কালীগঞ্জের ইয়াবা ব্যবসায়ী মো. মাসুম মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গত রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (নং ৮) তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাসুম কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামে অভিযান চালায়। অভিযানে মাসুমকে বোয়ালী ব্রীজ থেকে ইয়াবা বিক্রি করা অবস্থায় গ্রেপ্তার করে তার দেহ তল্লাশী করে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দুপুরে গ্রেপ্তার মাসুমকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন