কালীগঞ্জে প্রাণ-আরএফএল’র নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু

0
1898
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : জেলার কালীগঞ্জ পৌর এলাকার বাঘারপাড়া নামক স্থানে রেলওয়ের জমিতে প্রাণ-আরএফএল গ্রুপের নির্মাণাধীন ফিনিশ গোডাউন (স্টোর) ভবনের ৩য় তলা থেকে পড়ে কাবিলা (৪৫) নামে এক ওয়েল্ডিং শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (১৫) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাবিলা (৪৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার নিমতলী ফয়িজপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে বাঘারপাড়া এলাকায় ভাড়া থেকে ওয়েল্ডিং শ্রমিকের কাজ করতো। নিহতের বাবার নাম জানা যায়নি।

স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, শ্রমিকদের কোন নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দীর্ঘদিন ধরে রেলওয়ের জমিতে প্রাণ-আরএফএল গ্রুপের গোডাউন তৈরীর নির্মাণ কাজ চলছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাথায় আঘাতপ্রাপ্ত কাবিলাকে প্রাণ-আরএফএল গ্রুপের কালীগঞ্জ কারখানার এডমিন অফিসার সাইদ মিয়া হাসপাতালে নিয়ে আসে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেকে রেফার্ড করা হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের কালীগঞ্জ কারখানার এডমিন অফিসার সাইদ মিয়া জানান, অন্যদিনের মত শুক্রবার সকালে নির্মাণাধীন গোডাউনে কাজ করছিল। অসাবধানতা বসত হঠাৎ কাবিলা গোডাউন ভবনের ৩য় তলা থেকে নিচে পড়ে মাথায় মারাত্বক আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কাবিলকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, নিহত কাবিলা প্রাণ আরএফএল গ্রুপের শ্রমিক নয়। সে নির্মাণাধীন ঠিকাদার আব্দুলের শ্রমিক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সহকর্মী মিলন হোসেন কাবিলাকে হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার রাত পৌণে ১টায় কালীগঞ্জ থানার ডিউটিরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিনুর ইসলাম বলেন, দুর্ঘটনায় শ্রমিক নিহতের বিষয়টি জানা নেই। আমি রাত ৮টা থেকে দায়িত্বে রয়েছি এর মধ্যে এমন খবর পাইনি। এর আগে ডিউটিরত অন্য অফিসার দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর পেলে তা অব্যশই এন্ট্রি থাকতো।

শেয়ার করুন