গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর ভেতর থেকে ৭০০ পিস ইয়াবাসহ আজিজার রহমান (২৪) নামে এক কারারক্ষীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, এ ঘটনায় জড়িত কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হামিদুর রহমান জানান, কাশিমপুর কারাগার-২ এর ভেতর থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজিজারকে (নম্বর ১৩৮২৯) নামে এক কারারক্ষীকে আটক করে কারা কর্তৃপক্ষ। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসআই হামিদুর।