কাশিমপুর কারাগারে নারী বন্দির মৃত্যু

0
1975
Print Friendly, PDF & Email

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে শুকুরী বেগম (৪২) এক নারী বন্দির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শুকুরী বেগম কুমিল্লা জেলার লাকসাম থানাধীন গাজীর মোরা গ্রামের আয়দার আলীর স্ত্রী এবং গাজীপুর মহানগরীর বড়বাড়ি এলাকায় স্বপরিবারে থাকতেন। গত ৮ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেফতার হয়ে ৯ সেপ্টেম্বর তিনি আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুকুরী বেগম হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে তার বুকে ব্যথা কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে এবং পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

সিনিয়র জেল সুপার আরো জানান, গত ৮ সেপ্টেম্বর শুকুরী বেগম মাদক মামলায় গ্রেফতার হন এবং পরের দিন আদালতের মাধ্যমে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন