গাজীপুরের টঙ্গীতে দা-চাকুসহ ছিনতাইকারী আটক

0
1432
Print Friendly, PDF & Email

কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করার সময় মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ সজীব (২৫) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃত সজীব টঙ্গীর মুক্তারবাড়ি এলাকার মো. মোজাফ্ফর মিয়ার ছেলে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে টঙ্গীর মুক্তারবাড়ি রোড এলাকায় ছিনতাইকালে জনতা সজীবকে একটা দা, একটা হাতবোমা ও একটি চাকুসহ আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সজীবকে আটক টঙ্গী থানায় নিয়ে যায়। সজীবের বিরুদ্ধে গাজীপুর সদর, রাজধানীর তুরাগসহ টঙ্গীতে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন