গাজীপুরে কারখানার সীমানা প্রাচীর ভাংচুর

0
1650
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে রাতের আঁধারে একটি শিল্প প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গত ৩১ আগস্ট রাতে সদর উপজেলার বিকে বাড়ী এলাকার এএনজেড বাংলাদেশ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

ভাংচুরের ঘটনায় গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো শতাধিক ব্যক্তিকে আসামী করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কারখানার ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান।

লিখিত অভিযোগে বাদি উল্লেখ করেছেন, সীমানা নিয়ে চেয়ারম্যান ইজাদুর রহমানের সাথে কারখানা কর্তৃপক্ষের বিরোধ রয়েছে। কারখানার আবেদনের প্রেক্ষিতে গত জুলাই মাসে জেলা প্রশাসকের কার্যালয় থেকে সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে দেয়া হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযুক্তরা সঙ্গবদ্ধ ও সশস্ত্র অবস্থায় কারখানার সীমানা প্রাচীর ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ পৌছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। কারখানার লোকজন নিজেরা প্রাচীর ভেঙ্গে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। কারখানা কর্তৃপক্ষ তার ব্যক্তিগত জমি জবর দখল করেছে। এসব ঘটনায় তিনি জয়দেবপুর থানায় একাধিক সাধারণ ডায়েরী করেছেন।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষের অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন