গাজীপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার

0
1902
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : ঢাকা বাইপাস সড়কের গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকা থেকে ড্রামে ভরা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঈদের দিন শনিবার (০২সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে টিয়া রঙের সালোয়ার-কামিজ রয়েছে।

জয়দেবপুর থানার এসআই সন্তোষ চন্দ্র দাস জানান, বেলা ১১টার দিকে ঢাকা বাইপাস সড়কের পাশে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাম থেকে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, লাশটিতে পঁচন ধরায় শরীরে আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে চার/পাঁচ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ড্রামে ভরে বাইপাস সড়কের পাশে ফেলে রেখে গেছে।

তাৎক্ষনিক নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন