গাজীপুরে রিক্সায় চাঁদাবাজি রোধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

0
1888
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অলি-গলিতে রিক্সা-অটোরিক্সায় চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকরা। সিটি কর্পোরেশনের নামে ভুয়া রশিদ ছাপিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছে চাঁদাবাজরা। চাঁদাবাজি রোধে গাজীপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাঁদাবাজদের সাজা দিচ্ছে।

জেলা প্রশাসন সুত্র জানায়, দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের নামে ভুয়া রশিদ ছাপিয়ে চাঁদা আদায় করছে চাঁদাবাজরা। প্রকাশ্যে নগরের বিভিন্ন সড়কের মাঝখানে রিক্সা-অটোরিক্সা থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে শহরের ছোট দেওড়া এলাকার লালু হোসেনের পুত্র মো. মমিন মিয়াকে চাঁদা আদায় কালে আটক করার পর গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। পরে সাজাপ্রাপ্ত মো. মমিন মিয়াকে গাজীপুর কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী (নাজির) খলিলুর রহমান জানান, ১৭ সেপ্টেম্বর রবিবার রুবেল নামে একজনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ দিন কারাদন্ড দেয়। এর আগে ১৪ সেপ্টেম্বর ২জনকে চার দিন করে সাজা দেয়া হয়।

শেয়ার করুন