টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

0
1763
Print Friendly, PDF & Email

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে টঙ্গীর তিস্তা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে জিন্স প্যান্ট ও নীল গেঞ্জি রয়েছে।

টঙ্গী জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে তিস্তা গেট এলাকায় ট্রেনের ছাদ থেকে ওই যুবক পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন