গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গীর এরশাদনগর এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মাসুদ পারভেজ (২১) মহানগরের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে টঙ্গীর এরশাদনগর এলাকায় মাসুদের বাড়িতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদকে সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।