ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতলেও র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে অস্ট্রেলিয়ার। স্টিভ স্মিথের দল চার থেকে পাঁচে নেমে গেছে।
অস্ট্রেলিয়া পাঁচে নামায় চারে উঠেছে নিউজিল্যান্ড। দুই দলের রেটিং পয়েন্ট সমান ৯৭ হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে কিউইরা।
বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে অস্ট্রেলিয়া।
সিরিজ শুরুর আগে ১০০ পয়েন্ট নিয়ে চারে ছিল অস্ট্রেলিয়া। চার নম্বর পজিশন ধরে রাখতে কমপক্ষে ১-০ ব্যবধানে সিরিজ জিততে হতো অস্ট্রেলিয়াকে।
অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্টে হারানো বাংলাদেশ এই সিরিজ থেকে মূল্যবান ৫ পয়েন্ট পেয়েছে। ৭৪ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে অবশ্য আগের মতো নয়েই আছে বাংলাদেশ। তবে আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের পয়েন্টের ব্যবধান এখন মাত্র ১।
১২৫ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। ১১০ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা ও ১০৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড।