কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : মায়ানমারে সরকারী সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নারী-পুরুষ ও শিশুদের নির্যাতনের পর হত্যা, ঘর-বাড়ী, মসজিদ, মাদ্রাসা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মানব বন্ধন করেছে কওমী মাদ্রাসা উলামা মাশায়েখ ও সর্বস্তরের জনতা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধন থেকে অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ, তাদের নাগরিক অধিকার ফেরত দেয়া ও মায়ানমারকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষনা করে জঙ্গী সেনাবাহিনীকে আইনের আওতায় আনার দাবী জানান।