কবির হোসেন, বিশেষ প্রতিনিধি : মিয়ানমারে সরকারী সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা জনগণের উপর বর্বরোচিত হামলা, ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে র্যালি ও মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কালিয়াকৈর উপজেলা শাখা।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কালিয়াকৈর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে কালিয়াকৈর থানার সামনে এসে শেষ হয়ে মানববন্ধন কর্মসূচি শুরু করে।
মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (বাদল), সাধারণ সম্পাদক মাসুদ কবীর স্বপন, কালিয়াকৈর মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অংশ গ্রহণ করে।