আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মূলভূখন্ডে এখনো আঘাত হানেনি পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা। এরই মধ্যে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, আগামী ছয়দিনের মধ্যে আঘাত হানতে যাচ্ছে নতুন ঘূর্ণিঝড় কাতিয়া। বৃহস্পতিবার ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইরমা। ক্যাটাগরি ৫ মাত্রার ঘূর্ণিঝড়টি ২৯৫ কিলোমিটার বেগে বারবুডায় আঘাত হানে। এছাড়া এর আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ফ্রান্সের মালিকানাধীন সেন্ট মার্টিন দ্বীপের অধিকাংশ এলাকাই ধ্বংস হয়ে গেছে। সেন্ট বার্টস দ্বীপেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সর্বশেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী, ক্যারিবীয় অঞ্চলে ইরমার আঘাতে ১০জন নিহত হয়েছে। ঘূর্ণিঝড়টি শনিবারের মধ্যেই যুক্তরাষ্টের মূল ভূখণ্ডে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঘূর্ণিঝড় কাতিয়া মেক্সিকো উপকূলে অবস্থান নিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। এটি বর্তমানে মেক্সিকোর টাম্পিকো এলাকার ১৮৫ মাইল পূর্বে অবস্থান করছে। ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে এটি শক্তি সঞ্চার করছে। পরবর্তী ৪৮ ঘন্টায় এর শক্তি সম্পর্কে আরো কিছু ধারণা পাওয়া যাবে।
এদিকে জোস নামে আরেকটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার। এটি আটলান্টিকে অবস্থিত ঘূর্ণিঝড় ইরমা থেকে বেশ পূর্বে অবস্থান নিয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্যারিবীয় অঞ্চলে ইরমার পথ ধরে এগুবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ক্যারিবীয় অঞ্চলে নাকি যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে আঘাত হানতে পারে এ ব্যাপারে এখনো কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।